এই সপ্তাহের টিআরপি তালিকায় এসেছে বড়সড় চমক। তৃণা-ইন্দ্রজিতের সিরিয়ালকে পিছনে ফেলে প্রথমস্থানে উঠে এসেছে ‘পরিণীতা’। ‘পারুল’ আর ‘রায়ানের’ রসায়ন এমন জমজমাট হয়ে উঠেছে আর তাই এই সপ্তাহে পরশুরাম’কে জোর টক্কর দিয়েছে ‘পরিণীতা’। পেয়েছে এই সপ্তাহে ৭.১ রেটিং। অন্যদিকে ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ‘পরশুরাম’। এই সপ্তাহে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছে ৬.৮ রেটিং পেয়ে ‘রাঙ্গামতী তীরন্দাজ’।
এই সপ্তাহে স্বস্তিকার ধারাবাহিক প্রথম পাঁচে থাকলেও এক থেকে তিনের মধ্যে জায়গা করে নিতে পারেনি। এই সপ্তাহে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। টেলিপর্দাতে শেষ পর্ব সম্প্রচার হওয়ার আগেও প্রথম পাঁচে জায়গা ধরে রাখল ‘জগদ্ধাত্রী’। জার্নি শেষের আগে টিআরপি তালিকায় পেয়েছে ৬.৪ রেটিং।
এই সপ্তাহে যৌথভাবে ষষ্ঠস্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘বেশ করেছি প্রেম করেছি’। দুই সিরিয়ালই ৬.০ রেটিং নিয়ে এই সপ্তাহে ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে এই সপ্তাহে, পেয়েছে ৬.২ রেটিং। নায়িকা বদল হয়ে সিরিয়ালের গল্পে হালে পানি পেলেও কয়েক সপ্তাহ যেতে না যেতেই ফের পিছিয়ে পড়েছে জীতু ও শিরিনের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। রয়েছে অষ্টমস্থানে।
একইসঙ্গে এই স্থানে রয়েছে আমাদের দাদামণি। এই দুই সিরিয়াল যৌথভাবে পেয়েছে ৫.৯ রেটিং। নবমস্থানে রয়েছে ‘চিরসখা’, পেয়েছে ৫.৮ রেটিং এবং সবশেষে রয়েছে ৫.৭ রেটং নিয়ে আরাত্রিকা ও শ্রুতির ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’।
কেএন/টিএ