মুক্তির পর থেকে বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছে ‘ধুরন্ধর’। ছবি যেরকম হিট হয়েছে সেভাবেই কিন্তু হিট হয়েছে এই ছবির র্যাপ গানটি। বাহরিন র্যাপার ফ্লিপারাচ্চির FA9LA এই মুহূর্তে সকলের মুখে মুখে ফিরছে।
একই সঙ্গে জনপ্রিয় হয়েছে ছবিতে ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খান্নার (Akshaye Khanna) গ্র্যান্ড এন্ট্রি। সবকিছু মিলিয়ে এই গান এক অন্যমাত্রা যোগ করেছে বিনোদুনিয়ায়। এই জনপ্রিয় গান যার কণ্ঠে শুনছেন শ্রোতারা এবার তিনিই ‘ধুরন্ধর’ দেখার ইচ্ছা প্রকাশ করলেন। শুধু তাই নয় একইসঙ্গে অভিনেতা অক্ষয় খান্নার প্রশংসায় পঞ্চমুখ হন বাহরিন র্যাপার।

মুক্তির আগে যেমন বিতর্ক জড়িয়েছিল ‘ধুরন্ধর’ ঠিক সেভাবেই মুক্তির পরেও মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হয়েছে এই ছবি। একইভাবে পাকিস্তানের চক্ষুশূলও হয়েছে। আর এসবের মাঝেই ফ্লিপারাচ্চির এই ছবি নিয়ে আগ্রহপ্রকাশ আরও খানিকটা কৌতূহল বাড়িয়ে দিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্লিপাররাচি এই ছবিতে তাঁর গান ঠিক কী ভূমিকা পালন করেছেন তা তুলে ধরেছেন। এদেশের দর্শকের কাছে এই গান এভাবে জনপ্রিয় হবে তা নাকি আশাতীত ছিল তাঁর কাছে। আরবি গানের সঙ্গে তবলার মতো ভারতীয় বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটিয়ে এমন এক গান পরিবেশন করা মুখের কথা ছিল না।
অন্যদিকে এদেশে ব্যবসার নিরিখে ৫০০ কোটির ঘরে ইতিমধ্যেই প্রবেশ করেছে ‘ধুরন্ধর’। এখনও অবধি এই ছবি ব্যবসা করেছে ৬৭৪ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী এই ছবির বক্স অফিস কালেকশন ১০০০ কোটি ছাড়িয়েছে। এই ছবিতে রণবীর অনবদ্য অভিনয় করেছেন। সিনেপ্রেমীরা বলছেন, শেষবার ‘পদ্মাবত’-এ খিলজির চরিত্রে এহেন অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন রণবীর। পাশাপাশি রহমান ডাকাইতের ভূমিকায় ততোধিক যোগ্য সারথির মতো সমান্তরালে গল্প টেনে নিয়ে গিয়েছেন অক্ষয় খান্না। স্বল্প পরিসরে আইএসআই মেজর ইকবালের ভূমিকায় ‘রোমহর্ষক’ অর্জুন রামপাল।
কেএন/টিএ