সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে গোটা বাংলাদেশে নেমে এসেছে শোকের ছায়া। ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ও ক্রিকেটের নিয়ন্তা সংস্থা বাফুফে ও বিসিবি।
গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে রিকশায় ছিলেন ওসমান হাদি। সেখানেই মোটরসাইকেলে থেকে দুই সন্ত্রাসী হাদিকে গুলি করে। দ্রুত হাদিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে সেদিক রাতে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় হাদিকে। ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় হাদির মৃত্যুর খবর নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাদির মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘শরীফ ওসমান বিন হাদির চিরবিদায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে।’
এদিকে হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জুলাই বিপ্লবের নেতৃত্ব এবং বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে অল্প সময়েই তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন হাদি। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার কথাও ছিল তার।
কেএন/টিকে