সন্তান জন্ম দেওয়ার পরও বলিউডে কাজের ধরন ও সময় নিয়ে স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি সদ্য মা হলেও আট ঘণ্টার বেশি কাজের জন্য রাজি নন। এই দাবির জন্যই তিনি বাদ পড়েছেন সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবির ‘স্পিরিট’-এর থেকে। অনেকে সমালোচনা করেছেন, কেউ সমর্থন করেছেন। এবার এ বিষয়ে মুখ খুলেছেন রাধিকা আপটে।
রাধিকা আপ্টের কথায়, তিনি দীপিকার সঙ্গে একমত। রাধিকাও এক সন্তানের মা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘শালি মহব্বত’। তিনি জানান, “প্রযোজকেরা ১২ ঘণ্টার কাজের জন্য রাজি ছিলেন বলে আমি কাজ করতে পেরেছি। এই সময়ের মধ্যে যাতায়াত, প্রসাধনী এবং কেশসজ্জা সবই রয়েছে। না হলে সাধারণত আমরা সেটে ১৬ ঘণ্টা কাজ করি।”
রাধিকা আরও বলেন, টানা ১৬ ঘণ্টা কাজ করা তার পক্ষে সম্ভব নয়। এতক্ষণ বাইরে থাকলে বাচ্চাকে দেখাশোনা করা যাবে না। সপ্তাহান্তেও ছুটি নেই, মাঝে মাঝে মধ্যাহ্নভোজের সুযোগও পাওয়া যায় না। তিনি বলেন, “লোকে আমার কথায় সমর্থন করবেন না, সেই চিন্তা করে আমি সারাদিন কাজ করতে পারব না।”
অতীতের কথা স্মরণ করে রাধিকা জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না। সেই সময় সন্তানের জন্ম দিয়েও তিনি খুশি ছিলেন না। কিন্তু মা হওয়ার পর সব কিছু বদলে গেছে। এখন বাচ্চার সঙ্গে সময় কাটানো তাঁর প্রধান উদ্দেশ্য। এই অভিজ্ঞতা বলিউডে নারী অভিনেত্রীদের কাজের সময় ও মাতৃত্বের ভারসাম্য নিয়ে নতুন আলোচনার পথ খুলেছে।
এমকে/এসএন