আরব কাপের ফাইনালে মরক্কোর শিরোপা জয়

আরব কাপের ফাইনালে হলো জমজমাট লড়াই। উজ্জীবিত ফুটবল খেলা জর্ডানকে হারিয়ে শিরোপা জিতেছে মরক্কো। নাটকীয়তায় ভরা ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গিয়েই ৩–২ গোলের জয় নিশ্চিত করে উত্তর আফ্রিকার দলটি।

কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ওসামা তান্নানের গতিময় শট জর্ডান গোলরক্ষকের হাত ফাঁকি দিয়ে জালে জড়ায়। গোল হজমের পর কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফেরে জর্ডান। তবে মরক্কোর আক্রমণ থামেনি।

অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কারিম এল বেরকাউয়ির জোরাল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জর্ডান গোলরক্ষক। ৩৩তম মিনিটে ম্যাচে নিজেদের প্রথম বড় সুযোগ পায় জর্ডান। হুসাম আবু আল দাহাবের হেড ঝাঁপিয়ে ঠেকান মরক্কো গোলরক্ষক মেহদি বেনাবিদ। এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরে। দ্রুত নেওয়া কর্নার থেকে মোহান্নাদ আবু তাহার ক্রসে চমৎকার হেডে অরক্ষিত অবস্থায় জাল খুঁজে নেন আলি ওলওয়ান। এরপর ৬৮তম মিনিটে লিড নেয় জর্ডান। ডি-বক্সে আশরাফ এল মাহদিওইয়ের হ্যান্ডবলের ঘটনায় ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করেন আলি ওলওয়ান।

ম্যাচের শেষ ভাগে আবার নাটক। ৮৭তম মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় সমতা ফেরান আব্দেররাজ্জাক হামেদ-আল্লাহ। মোহাম্মদ হিরমাতের হেড জর্ডান গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল আব্দেররাজ্জাকের গায়ে লেগে পোস্ট ছুঁয়ে সামনে চলে আসে। দ্বিতীয় চেষ্টায় খুব কাছ থেকে জালে পাঠান তিনি। অফসাইডের দাবি জানালেও ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। সমতায় ফেরার উল্লাসে মাতে মরক্কো।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে প্রতি-আক্রমণ থেকে জর্ডানের হয়ে নায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন আলি ওলওয়ান। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তার শরীর বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করেন তিনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময় শুরু হতেই আবার উত্তেজনা। কয়েক সেকেন্ডের মধ্যেই জালে বল পাঠান মোহান্নাদ আবু তাহা। তবে হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে রুদ্ধশ্বাস লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত কর্নার থেকে মারওয়ানে সাদানের হেডে পোস্টের খুব কাছাকাছি বল পেয়ে যান আব্দেররাজ্জাক। সুযোগ কাজে লাগিয়ে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আল শাবাবের এই ফরোয়ার্ড।

বাকি সময় ব্যবধান ধরে রেখে আরব কাপে নিজেদের দ্বিতীয় শিরোপার উল্লাসে মাতে মরক্কো। ২০১২ সালে প্রথমবার ফাইনাল খেলেই শিরোপা জিতেছিল তারা, এবারও ফাইনাল মঞ্চেই হাসল উত্তর আফ্রিকার দলটি।

শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই সামনে আরেক বড় পরীক্ষা। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সে নামতে হবে মরক্কোকে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আইপিএলের আগেই বদল হচ্ছে কেকেআরের মালিকানায়! Dec 20, 2025
img
বাগেরহাটের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত Dec 20, 2025
img
আমাদের এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি : আসিফ মাহমুদ Dec 20, 2025
img
ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই যেন আমরা পরিপূর্ণ করতে পারি : আখতার হোসেন Dec 20, 2025
img
বেটিং অ্যাপ মামলায় বিপাকে মিমি-অঙ্কুশ! Dec 20, 2025
img
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি Dec 20, 2025
img
হাদি ভাইয়ের মৃত্যুতে এত কেঁদেছি, জীবনে কারো জন্য এত কাঁদিনি : শিরিন শিলা Dec 20, 2025
img
তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে : মির্জা আব্বাস Dec 20, 2025
img
করণ জোহরের ক্যামেরায় বন্দী কারিনার মজার মুহূর্ত! Dec 20, 2025
img
আবারও বড় পর্দায় চলবে রিয়াজ-মম জুটির ‘দারুচিনি দ্বীপ’ Dec 20, 2025
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ভারতের Dec 20, 2025
img
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড Dec 20, 2025
img
বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান আটক Dec 20, 2025
img
হাদির কবর প্রস্তুত, বাড়ানো হয়েছে নিরাপত্তা Dec 20, 2025
img
কবরস্থানে পৌঁছেছে শহীদ ওসমান হাদির মরদেহ Dec 20, 2025
img
খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের Dec 20, 2025
img
বীর উত্তম একে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Dec 20, 2025
img
ঢাবিতে নেয়া হচ্ছে শহীদ ওসমান হাদির মরদেহ Dec 20, 2025
img
ফিটনেসের জন্য কাজ থেকে বাদ, সেই ধাক্কার গল্প শোনালেন রাধিকা Dec 20, 2025
img
ওসমান হাদি হত্যাকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে : সালাহউদ্দিন আহমদ Dec 20, 2025