আরব কাপের ফাইনালে মরক্কোর শিরোপা জয়

আরব কাপের ফাইনালে হলো জমজমাট লড়াই। উজ্জীবিত ফুটবল খেলা জর্ডানকে হারিয়ে শিরোপা জিতেছে মরক্কো। নাটকীয়তায় ভরা ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গিয়েই ৩–২ গোলের জয় নিশ্চিত করে উত্তর আফ্রিকার দলটি।

কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ওসামা তান্নানের গতিময় শট জর্ডান গোলরক্ষকের হাত ফাঁকি দিয়ে জালে জড়ায়। গোল হজমের পর কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফেরে জর্ডান। তবে মরক্কোর আক্রমণ থামেনি।

অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কারিম এল বেরকাউয়ির জোরাল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জর্ডান গোলরক্ষক। ৩৩তম মিনিটে ম্যাচে নিজেদের প্রথম বড় সুযোগ পায় জর্ডান। হুসাম আবু আল দাহাবের হেড ঝাঁপিয়ে ঠেকান মরক্কো গোলরক্ষক মেহদি বেনাবিদ। এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরে। দ্রুত নেওয়া কর্নার থেকে মোহান্নাদ আবু তাহার ক্রসে চমৎকার হেডে অরক্ষিত অবস্থায় জাল খুঁজে নেন আলি ওলওয়ান। এরপর ৬৮তম মিনিটে লিড নেয় জর্ডান। ডি-বক্সে আশরাফ এল মাহদিওইয়ের হ্যান্ডবলের ঘটনায় ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করেন আলি ওলওয়ান।

ম্যাচের শেষ ভাগে আবার নাটক। ৮৭তম মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় সমতা ফেরান আব্দেররাজ্জাক হামেদ-আল্লাহ। মোহাম্মদ হিরমাতের হেড জর্ডান গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল আব্দেররাজ্জাকের গায়ে লেগে পোস্ট ছুঁয়ে সামনে চলে আসে। দ্বিতীয় চেষ্টায় খুব কাছ থেকে জালে পাঠান তিনি। অফসাইডের দাবি জানালেও ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। সমতায় ফেরার উল্লাসে মাতে মরক্কো।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে প্রতি-আক্রমণ থেকে জর্ডানের হয়ে নায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন আলি ওলওয়ান। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তার শরীর বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করেন তিনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময় শুরু হতেই আবার উত্তেজনা। কয়েক সেকেন্ডের মধ্যেই জালে বল পাঠান মোহান্নাদ আবু তাহা। তবে হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে রুদ্ধশ্বাস লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত কর্নার থেকে মারওয়ানে সাদানের হেডে পোস্টের খুব কাছাকাছি বল পেয়ে যান আব্দেররাজ্জাক। সুযোগ কাজে লাগিয়ে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আল শাবাবের এই ফরোয়ার্ড।

বাকি সময় ব্যবধান ধরে রেখে আরব কাপে নিজেদের দ্বিতীয় শিরোপার উল্লাসে মাতে মরক্কো। ২০১২ সালে প্রথমবার ফাইনাল খেলেই শিরোপা জিতেছিল তারা, এবারও ফাইনাল মঞ্চেই হাসল উত্তর আফ্রিকার দলটি।

শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই সামনে আরেক বড় পরীক্ষা। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সে নামতে হবে মরক্কোকে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘হাদি কোনো অনিয়ম সহ্য করতেন না’ Dec 19, 2025
img
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত Dec 19, 2025
img
যত দ্রুত সম্ভব অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু হবে : প্রথম আলো Dec 19, 2025
img
ওসমান হাদির গ্রামের বাড়ি নলছিটিতে নেমে এসেছে শোকের ছায়া Dec 19, 2025
img
হাদির মৃত্যুতে শোক প্রকাশ মা‌র্কিন দূতাবাসের Dec 19, 2025
img
হামলার কারণে কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ Dec 19, 2025
img
সাংবাদিকদের সুরক্ষায় পদক্ষেপ নিতে সিপিজে এশিয়ার আহ্বান Dec 19, 2025
img
‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ Dec 19, 2025
বিয়ের আগে ব্যাচেলরেট পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা Dec 19, 2025
img
বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, একাদশ অবস্থানে ঢাকা Dec 19, 2025
img
শিল্পা শেঠির বাড়িতে আয়কর দপ্তরের হানা! Dec 19, 2025
img
প্রথম আলোর কার্যালয় এখন পুলিশের ‘ক্রাইম সিন’ Dec 19, 2025
img
হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ উপদেষ্টাদের Dec 19, 2025
img
জুলাই বিপ্লব সংবিধান উল্টে দেওয়ার প্রস্তাব করেনি : প্রধান বিচারপতি Dec 19, 2025
img
আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে: অনন্যা পান্ডে Dec 19, 2025
img
শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা Dec 19, 2025
img
বিক্ষোভকারীদের জন্য খাবার নিয়ে শাহবাগে ছুটে গেছেন গৃহিণী রাশিদা Dec 19, 2025
img
৪৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল Dec 19, 2025
img
বহিষ্কারের পরদিনই জামায়াতে যোগ দিলেন বিএনপির ২ নেতা Dec 19, 2025
img
বিপিএলে ম্যাচ অফিসিয়াল ঘোষণায় চমক, নেই সেজান Dec 19, 2025