ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং তার সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই শোক জানান।
অতি দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নেতারা।
ডিআরইউ মনে করে, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদি একজন প্রকৃত দেশপ্রেমিক ও জুলাইযোদ্ধা ছিলেন। ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে হাদিসহ ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের বিনিময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয়।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে তিনি গুলিবিদ্ধ হন।
এবি/টিকে