বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। শনিবার সকাল ১০টা ৫৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৪৫৬, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ৪৩৭ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আফগান্তিানের কাবুল।
এই শহরের বাতাসও ‘দুর্যোগপূর্ণ’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের করাচি। ২৬৫ স্কোরে থাকা শহরটির বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া ২৫৬ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতে কলকাতা শহর ও ২১১ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।
এই দুই শহরের বাতাসও ‘খুব অবস্বাস্থ্যকর’।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
টিজে/টিএ