লিভারপুলের ড্রেসিংরুমে সাম্প্রতিক মোহাম্মদ সালাহর সাক্ষাৎকার বিতর্কের কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন দলের মিডফিল্ডার কার্টিস জোন্স। সতীর্থদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে ফেলেছেন মিসরীয় তারকা এমনটাও জানিয়েছেন এই মিডফিল্ডার।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জোন্স বলেন, ‘লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের পর দেওয়া সালাহর বিতর্কিত মন্তব্য নিয়ে দলের ভেতরে খোলামেলা আলোচনা হয়েছে। সেখানে সালাহ নিজেই সবার সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
জোন্সের ভাষায়, ‘মো তার নিজের মতো মানুষ, সে নিজের কথা নিজেই বলতে পারে। সে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। বলেছে, তার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তাহলে সে দুঃখিত। এই মানসিকতাই মোকে আলাদা করে।
গত ৬ ডিসেম্বর লিডসের সঙ্গে ড্রয়ের পর সাংবাদিকদের সামনে ক্ষোভ ঝেড়ে দেন সালাহ। তিনি বলেন, ‘মৌসুমের বাজে শুরুর দায় যেন তার ওপরই চাপানো হচ্ছে। এমনকি অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।’
তবে সেই মন্তব্য ড্রেসিংরুমে কোনো বিভাজন তৈরি করেনি বলেই জানালেন জোন্স। দলের সবাই এখনো ঐক্যবদ্ধ।
এদিকে লিভারপুল কোচ আর্নে স্লটও নিশ্চিত করেছেন, সালাহকে ঘিরে এখন আর কোনো সমস্যা নেই। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে স্কোয়াডে না রাখলেও সেটি শাস্তিমূলক ছিল না।
ব্রাইটনের বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে বদলি হিসেবে নেমে একটি অ্যাসিস্ট করেন সালাহ। এরপর আফ্রিকা কাপ অব নেশনস খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন লিভারপুলের এই তারকা।
গত মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল চলতি প্রিমিয়ার লিগে এখনো ছন্দ খুঁজছে। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে অল রেডরা।
এসকে/টিএ