কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বুড়িচং উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের (৬০)-কে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক আবু তাহের বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের মৃত আব্দুল মজিদের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে আবু তাহেরকে আটক করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবু তাহেরকে শুক্রবার রাতে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে এখন আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এমকে/টিএ