দুই সন্তানদের সামলে সমানতালে বড়পর্দা কাঁপাচ্ছেন টলিউড কুইন কোয়েল মল্লিক। ‘স্বার্থপর’ সিনেমার বক্স অফিস সাফল্যের রেশ কাটার আগেই আবার বড়পর্দায় ‘মিতিন মাসি’ রূপে আসছেন কোয়েল।
পরিচালক অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন একটি খুনির সন্ধানে’ মিতিনের চরিত্রে আবারও দেখা যাবে এই নায়িকাকে।
আসছে বড়দিনে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
এক সাক্ষাৎকারে কোয়েল জানালেন, তিনি নিজে মিতিন মাসির চরিত্রে অভিনয় করছেন ঠিকই, তবে তার প্রিয় গোয়েন্দাদের মধ্যে প্রথমেই রয়েছেন মিস মার্পল, এছাড়াও ব্যোমকেশ, ফেলুদা।
কোয়েল মল্লিককে প্রশ্ন করা হয়, মহিলারা এমনিতেই গোয়েন্দাগিরি পছন্দ করেন, তিনি এমন কাউকে দেখেছেন যারা প্রতিনিয়ত গোয়েন্দাগিরি করেন? উত্তরে কোয়েল বলেন, আমার মা সব থেকে বড় গোয়েন্দা। আমার মতে, মা সব সময় আত্মীয়, বন্ধুদের খবর রাখেন।
তিনি বলেন, মায়ের মধ্যে এমন একটা ইনটিউশন পাওয়ার আছে, যে মা ঠিক বুঝতে পারেন, গল্প করতে করতেই হঠাৎই বলেন, ‘অমুকের খোঁজ নিয়ে দেখ তো? মনে হচ্ছে ওর কোন সমস্যা চলছে, ওকে দেখে ঠিক মনে হল না।’
খবর নিতে গিয়ে দেখা যায়, সত্যি তার বাড়িতে সমস্যা রয়েছে, বা সে নিজে সমস্যার মধ্যে রয়েছে। এটা আমার মায়ের রয়েছে। আর সবার খবরাখবর রাখেন মা। আমদের উপর তো নজর থাকেই।
কোয়েল আরও বলেন, তবে পাড়ার কাকিমা, পিসিমা তো রয়েইছে যারা সব সময় খবর রাখেন, গোয়েন্দাগিরি করেন, ওর সঙ্গে ওর কী হল? এখন কী করছে, চলতেই থাকে। মজা করে হলেও এটা ঠিক বাঙালি গোয়েন্দাগিরি পছন্দ করে। তাই রহস্য গল্প পছন্দ করেন।
কোয়েল বাস্তবে গোয়েন্দাগিরি করেন? এই প্রশ্নের উত্তরে বলেন, আমি সাইকলোজির স্টুডেন্ট, তাই বাড়িতে কবীরের সবকিছু নজর রাখি। মাঝে মধ্যেই ওর থেকেই খোঁজ নিয়ে থাকি কী কী দুষ্টুমি করল সারাদিন, চকলেট খেল কি না।
এটা সব মা-ই করে থাকেন।
আরপি/টিকে