ছয়টি দলের অংশগ্রহণে আগামী ২৬ ডিসেম্বর থেকে বিপিএলের দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে। সে উপলক্ষ্যে প্রথম দল হিসেবে আজ (শনিবার) থেকে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে আলাপে দলটির প্রধান কোচ হান্নান সরকার খেলোয়াড়দের করণীয় ও মুশফিকুর রহিমের প্রসঙ্গে কথা বলেছেন।
তিনি জানান, ‘মুশফিকের সঙ্গে যেদিন অকশন শেষ হয় এর পরদিনই কথা হয়েছে আমার। শান্তর সঙ্গেও কথা বলেছে, ইভেন আমাদের দলের পক্ষ থেকেও কথা বলেছিল, মুশফিক খুবই পজেটিভলি নিয়েছে। সে রাজশাহীতে খেলছে সে নিজেকে (ওউন) ফিল করছে, কারণ সে বগুড়ার ছেলে। আজকে যখন ট্রেনিং সেশনে এসেছে, মুশফিক এখানে বেসিক্যালি আমাদের লিডার।
আমরা জানি বিশ্বের সর্বোচ্চ অভিজ্ঞতার দিক থেকে সে এখন বড় একজন প্লেয়ার।’
রাজশাহী ওয়ারিয়র্সের শক্তি বা দুর্বলতা আলাদা করে না দেখে পুরো দলটাকে একটি ইউনিট হিসেবে ভাবছেন হান্নান, ‘আমি এখনই কোনো জায়গাকে আলাদা করে স্ট্রং বা উইক বলতে চাই না। কারণ আমার মনে হয় প্রতিটা জায়গাতেই রোল অনুযায়ী প্লেয়ার আছে।’
ট্রেনিংয়ের শুরু থেকেই প্রত্যেক খেলোয়াড়কে নির্দিষ্ট দায়িত্ব জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান হান্নান, ‘প্লেয়াররা জানে সে কোন পরিস্থিতিতে খেলবে, তার কাছ থেকে কী চাওয়া হচ্ছে। সেই অনুযায়ী তারাও নিজেদের প্রস্তুত করছে। আমরা চেষ্টা করছি প্লেয়ারদের এমনভাবে তৈরি করতে, যেন চাপের মধ্যেও তারা নিজের রোলটা ঠিকভাবে পালন করতে পারে।’
এসকে/টিএ