এ মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর এ সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন হামলার পরিকল্পনা উত্থাপন করবেন নেতানিয়াহু।
শনিবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ইসলায়েল শঙ্কা করছে, গত জুনে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা পুনর্গঠনই নয়, বাড়াচ্ছেও।
এর পাশাপাশি ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ পোগ্রামও পুনর্গঠন করছেন। জুনের ওই যুদ্ধে দেশটির পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে করে অবকাঠামোগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
একটি সূত্র বলেছে, ইসরায়েল প্রকাশ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বলে আসলেও; ইসরায়েল আসলে ইরানের ব্যালিস্টিক মিসাইল নিয়ে বেশি ভীত।
সূত্রটি এনবিসি নিউজকে বলেছেন, “পারমাণবিক অস্ত্র অবশ্যই খুবই শঙ্কার। তারা পারমাণবিক অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে, যদিও এখনই এটি হচ্ছে না। কিন্তু মিসাইলের হুমকি খুবই বাস্তব। সর্বশেষবার (যুদ্ধে) আমরা তাদের মিসাইল হুমকিকে আটকাতে পারিনি।”
আগামী সপ্তাহে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠক হতে পারে। এনবিসির প্রতিবেদনের ব্যাপারে জিজ্ঞেস করলে হোয়াইট হাউজের মুখপাত্র আন্না কেলি বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করে, তাহলেই ওই সাইটে হামলা হবে। এমনকি অস্ত্র তৈরির কাছাকাছি যাওয়ার আগেই সেটি নিশ্চিহ্ন করে দেওয়া হবে।”
সূত্র: এনবিসি নিউজ