বলিউডের বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাউত এবার আচমকাই দক্ষিণী ও বলিউড মিলিত ছবি ‘ধুরন্ধর’-এর প্রশংসায় পঞ্চমুখ হলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “‘ধুরন্ধর’ দেখে দারুণ সময় কাটালাম। মাস্টারপিসের শৈল্পিক নির্মাণে আমি অভিভূত। প্রিয় আদিত্যজি, সীমান্তে আমাদের প্রতিরক্ষা বাহিনী, সরকারে মোদিজি আর বলিউড সিনেমায় তুমি। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দারুণভাবে ধুয়ে দিয়েছ। বেশ মজা লাগল দেখতে। দেখতে দেখতে যেমন সিটি দিলাম, তেমনই হাততালি দিতে বাধ্য হয়েছি।”
কঙ্গনার মন্তব্যে ‘ধুরন্ধর’-এর পরিচালক আদিত্য ধর এবং অভিনেত্রী ইয়ামি গৌতমকে বিশেষভাবে সম্মান জানানো হলেও রণবীর সিং ও অক্ষয় খান্নার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
ছবির প্রতি কঙ্গনার এই প্রশংসা নেটিজেনদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। বিশেষ করে, দক্ষিণী সিনেমার গল্প, উচ্চমাত্রার অ্যাকশন এবং রণবীর-অক্ষয়ের পারফরম্যান্সের প্রশংসা করার সময় কঙ্গনার আকস্মিক মন্তব্য যেন নতুন আলোচনার জন্ম দিয়েছে।
‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল সাফল্য অর্জন করেছে। চলচ্চিত্রটি নেটিজেন এবং সমালোচকদের মধ্যেও সমানভাবে প্রশংসিত। কঙ্গনার শুভেচ্ছা বার্তায় চলচ্চিত্রের সৃজনশীল দিক এবং নির্মাতাদের প্রতি উৎসাহিত করাও স্পষ্ট।
বিনোদনবিশেষজ্ঞরা বলছেন, কঙ্গনার এই আচমকা প্রশংসা ‘ধুরন্ধর’-কে আরও আলোচনার কেন্দ্রে তুলে এনেছে। দর্শকরা ইতিমধ্যেই ছবির উচ্চ অ্যাকশন দৃশ্য এবং অভিনেতাদের অভিনয় দক্ষতা নিয়ে উচ্ছ্বসিত।
আরপি/টিকে