নকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (২০ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মরণকালের অন্যতম বৃহত্তম এই জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। বিপুল এই জনসমাগমকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করেছিল। বিশেষ করে নিরাপত্তার স্বচ্ছতা নিশ্চিতে এক হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও সাধারণ মানুষের সহযোগিতায় পুরো প্রক্রিয়াটি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।
ডিএমপি এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পেছনে প্রত্যক্ষভাবে ভূমিকা রাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ আনসার বাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। একইসঙ্গে রাজনৈতিক দল, গণমাধ্যম ও জানাজায় অংশগ্রহণকারী সর্বসাধারণের অভূতপূর্ব সহযোগিতার জন্য তাদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
উল্লেখ্য, আজ দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবির সমাধিসৌধের পাশে হাদির দাফন সম্পন্ন হয়। এই ঐতিহাসিক জানাজায় লাখো মানুষের উপস্থিতি ছিল।
পিএ/টিএ