দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ শনিবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, হামলার আগে বৈরুতের আকাশে-বিশেষ করে দক্ষিণ উপশহর দাহিয়ায়-ইসরায়েলি ড্রোন খুব নিচু দিয়ে উড়তে দেখা যায়। একই ধরনের ড্রোন তৎপরতা দক্ষিণ লেবাননের জাহরানি এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলের হারমেল জেলাতেও লক্ষ করা গেছে।
এনএনএ আরও জানায়, দক্ষিণের ব্লিদা শহরে ইসরায়েলি ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে। পাশাপাশি একটি আত্মঘাতী ড্রোন এমন একটি বাড়িতে আঘাত হানে, যা ২০২৪ সালের অক্টোবরে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লিতানি নদীর দক্ষিণে পাঁচটি স্থানে এখনো ইসরায়েলি সেনা অবস্থান করছে। সেখান থেকে তাদের পুরোপুরি সরে যাওয়ার আহ্বান জানিয়েছে লেবানন।
এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল ১০ হাজারের বেশি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ সময়কালে অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি আহত হয়েছেন।
টিজে/টিকে