ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে জোরদার হতে দেখা গেছে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা। স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) দেশটির পন্স শহরের মার্সিডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে মার্কিন বিমান বাহিনীর 'সি-১৭' গ্লোবমাস্টার-৩ সামরিক বিমান। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
অন্যদিকে, দক্ষিণের উপকূল থেকে যাত্রা শুরু করেছে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার-ইউএসএস থমাস হাডনার।
সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চলে হাজার হাজার সেনার পাশাপাশি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও ফাইটার জেট মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। সন্দেহভাজন মাদকবাহী জাহাজগুলোতেও চলছে মার্কিন সেনাদের অভিযান।
গেলো মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার ঢোকা ও বের হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞার পরই ক্যারিবিয়ান অঞ্চলে বেড়েছে মার্কিন সেনাদের তৎপরতা।
কেএন/টিকে