দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির হোয়াসং সিটির বায়তুল ফালাহ মসজিদ ও ইসলামিক সেন্টারে এ গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শরিফ ওসমান হাদির জন্য ভালোবাসায় দূর-দূরান্ত থেকে প্রবাসীরা জানাজায় অংশ নেন।
এসময়, ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান কোরিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা।
কর্মসূচিতে বক্তারা ওসমান হাদির সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘একজন হাদি শহীদ হলেও লাখো হাদি ইতোমধ্যেই জন্ম নিয়েছে। ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে হাদির অবস্থান ছিল প্রতীকী ও অনুপ্রেরণামূলক, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।’
এছাড়াও, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোতেও ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রচার করা হয়।
টিজে/টিকে