ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরে দুঃসময় আরেকটু প্রলম্বিত হলো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের। মৌসুমের শুরু থেকে সবচেয়ে বেশি টানা ১৭ ম্যাচে জয়শূন্য থাকার রেকর্ড স্পর্শ করেছে দলটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ২-০ গোলে হেরেছে উলভারহ্যাম্পটন। তাদের একরাশ হতাশায় ডুবিয়ে চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে নিজেদের কেবল দ্বিতীয় জয় পেয়েছে ব্রেন্টফোর্ড।
এক মৌসুমে টানা ১০ বা এর বেশি ম্যাচ হারা চতুর্থ দল উলভারহ্যাম্পটন। জিততে না পারায় মৌসুমের শুরু থেকে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়শূন্য থাকার অনাকাঙ্ক্ষিত রেকর্ড স্পর্শ করল তারা। ২০২০-২১ মৌসুমে ওই রেকর্ড গড়েছিল শেফিল্ড ইউনাইটেড।
গত ২৬ এপ্রিলের পর আর শীর্ষ লিগে কোনো জয়ের দেখা পায়নি উলভারহ্যাম্পটন। তবে কোচ রব এডওয়ার্ডস মনে করেন, তার দল উন্নতি করছে। যদিও এর কোনো আভাস দেখা যায়নি শনিবার।
১৭ ম্যাচে মাত্র ২ পয়েন্ট উলভারহ্যাম্পটনের। ১৭তম স্থানে থাকা লিডস ইউনাইটেডের চেয়ে তারা পিছিয়ে ১৪ পয়েন্টে। এই মৌসুমে অবনমন এড়ানো ভীষণ কঠিন হয়ে যাচ্ছে দলটির জন্য।
একের পর এক হারে এক মৌসুমে সবচেয়ে কম, ডার্বি কাউন্টির ১১ পয়েন্টের রেকর্ড ভাঙার শঙ্কা দলটির সামনে।
এমআর/টিএ