রায় ঘোষণার পর নতুন বার্তা দিলেন ইমরান খান

রায় ঘোষণার পর নতুন বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। দেশব্যাপী তিনি প্রতিবাদের ডাক দিয়েছেন। একই সঙ্গে তিনি এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কারাগারে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি বক্তব্য দিতে না পারলেও তার আইনজীবীর সঙ্গে কথোপকথনের বরাতে এক্সে পোস্ট করা হয়েছে। সেখানে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। নিজেদের অধিকার আদায়ে পুরো জাতিকে রাস্তায় নামতে হবে।

ইমরান খান দাবি করেন, এই রায় তার জন্য নতুন কিছু নয়। গত তিন বছরে যেসব ‘ভিত্তিহীন’ রায় ও সাজা দেওয়া হয়েছে, এটি তারই ধারাবাহিকতা। তার অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে। এমনকি তার আইনজীবীদের কথা শোনার সুযোগও দেওয়া হয়নি।

তিনি বলেন, আইনের শাসন ও সংবিধান পুনরুদ্ধারের জন্য ইনসাফ লইয়ার্স ফোরামসহ আইনজীবী সমাজকে সামনে আসতেই হবে। ন্যায়বিচার ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

পিটিআই এক বিবৃতিতে এই রায়কে ‘সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি ও রাজনৈতিক প্রতিহিংসার জঘন্য উদাহরণ’ বলে আখ্যা দিয়েছে। দলটির নেতারা দাবি করেন, ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করতেই এই সাজা দেওয়া হয়েছে এবং এটি ক্ষমতাসীন গোষ্ঠীর জন্য সাময়িক স্বস্তি।

এক সংবাদ সম্মেলনে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, মামলাটি দুর্বল ও অবিশ্বাস্য সাক্ষ্যের ওপর ভিত্তি করে গড়া। পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই। তিনি জানান, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত পিটিআই তাদের আন্দোলন চালিয়ে যাবে।

ইমরান খানের বোন আলেমা খান রায়ের সমালোচনা করে বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে সব সিদ্ধান্তই একটি ‘পূর্বলিখিত স্ক্রিপ্ট’ অনুযায়ী দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, আগেও ১৪ বছরের সাজা দেওয়া হয়েছে—তাহলে আবার নতুন করে সাজা ঘোষণার অর্থ কী?

তিনি আরও অভিযোগ করেন, বুশরা বিবিকে বেআইনিভাবে নিঃসঙ্গ কারাবাসে রাখা হয়েছে এবং ইমরান খানের পরিবারকেও জেলে ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে পিটিআই নেতা ওমর আইয়ুব এক্সে দেওয়া পোস্টে এই রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ বলে উল্লেখ করেন এবং বলেন, পাকিস্তানে আইনের শাসন বলে কিছু নেই।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেয়েছে বিএনপি Dec 21, 2025
img
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে বিএনপি : প্রিন্স Dec 21, 2025
img
প্রবৃদ্ধি ১৫ শতাংশ, তবু রাজস্বে ঘাটতি ২৪ হাজার কোটি Dec 21, 2025
img
২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে Dec 21, 2025
img
আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ Dec 21, 2025
img
কে করবেন রাজশাহীর উইকেটকিপিং? মুশফিক নাকি আকবর? Dec 21, 2025
img
ফরাসি প্রেসিডেন্টের বাসভবনে চুরি প্রায় ৬০ লক্ষ টাকার সামগ্রী , আটক ৩ Dec 21, 2025
img
হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা Dec 21, 2025
img
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি Dec 21, 2025
img
লালমনিরহাটে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি Dec 21, 2025
img
শ্রীলঙ্কায় ভূমিধস নিয়ে সতর্কবার্তা, বাংলাদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ Dec 21, 2025
img
ভক্তদের সঙ্গে নিজের জীবন দর্শন ভাগ করলেন ইশা সাহা Dec 21, 2025
img
ট্রাম্পকে ফিফার ‘পিস প্রাইজ’, আগেই ফিফার কাছে একগুচ্ছ শর্ত দেয় হোয়াইট হাউজ! Dec 21, 2025
img
হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ পাওয়া অবিশ্বাস্য এক অভিজ্ঞতা: মল্লিকা শেরওয়াত Dec 21, 2025
img
টিএফআই সেলের মামলার অভিযোগ গঠনের আদেশ ২৩ ডিসেম্বর Dec 21, 2025
img

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি Dec 21, 2025
img
মকসুমুল হাকিম চৌধুরীকে সিনিয়র সচিব পদে পদোন্নতি Dec 21, 2025
img
সোনার দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার টাকা Dec 21, 2025
img
১৪ বছর পর পর্দায় জুটি হচ্ছেন অক্ষয়-বিদ্যা Dec 21, 2025
img
গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ২ আসনে সমঝোতা Dec 21, 2025