ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারকে (৬২) কারাগারে পাঠিয়েছেন আদালতে।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় বিএনপির বহিষ্কৃত এই নেতা রোববার (২১ ডিসেম্বর) জামিন আবেদন করে আদালতে হাজির হন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, জুলাই আন্দোলনে ঘটনায় দায়ের হওয়া মামলান প্রধান আসামি বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার স্বেচ্ছায় জামিন আবেদন করে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে আদালতে হাজির হয়েছিলেন। জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লাহ জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
শাহ্ শহীদ সারোয়ার ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ২০০১ সালে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নে এমপি হয়েছিলে। পরে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সরকারের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রিকশাচালক আমীর হেসেন (৩১) ময়মনসিংহ-২ আসনের বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারসহ ১২৫ জনের নামে একটি মামলা করেন। আদালতের আদেশে গত ১২ জুলাই ফুলপুর থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
মামলা বিবরণে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই অসুস্থ বাবাকে বাড়িতে দেখে ঢাকায় ফেরার পথে দুপুর ১২ টার দিকে ফুলপুর বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে গুলিবিদ্ধ হন। পরে তাকে ময়মনসিংহ ও ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নেয়। এ ঘটনায় চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আবেদন করেছিলেন।
মামলায় এক নম্বর আসামি করা হয় ফুলপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও ২ নম্বর আসামি করা হয় ময়মনসিংহ-২ আসনের বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারকে। এ দুজন সহ মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়, মামলার দুই নম্বর আসামির নেতৃত্বে সেদিন স্বৈরাচারী হাসিনা সরকারের অস্ত্রধারী লোকজন পুলিশ সদস্যদের নিয়ে হামলা করে।
ইউটি/টিএ