পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পুত্র নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি সেই আয়োজনে এক নতুন মাত্রা যোগ করেছে। ফার প্যাভিলিয়ন, টালিগঞ্জ ক্লাবে সোমবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে খুদে ‘নডি’কে আদর করতে হাজির ছিলেন টলিউডের শীর্ষ তারকা থেকে প্রশাসনিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিরা। বিশেষভাবে ব্যস্ত শিডিউলের মাঝেও অনুষ্ঠান শেষের দিকে পৌঁছে নিষাদকে আশীর্বাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ছোট্ট নিষাদের প্রতি নজর রেখে তিনি একটি বিশেষ উপহার তুলে দেন তারকা মা-বাবার হাতে। এই উপহার আর উপস্থিতি একসঙ্গে অনুষ্ঠানকে আরও আলোকিত ও স্মরণীয় করে তোলে। অনুষ্ঠানের থিম ছিল গোলাপি, এবং খুদে নিষাদকে দেখা গেল গোলাপি ধুতি-পাঞ্জাবিতে। মেনের সঙ্গে রং মিলিয়ে উপস্থিত ছিলেন পিয়া ও পরমব্রতও।
অন্নপ্রাশনের আসরে ভোজনের আয়োজনও ছিল চমকপ্রদ। ভাত, মুগ ডাল, ফিশ ফ্রাই পোলাও, দইমাছ, মাটন কষা, ফুলকপির রোস্ট সবই রাখা হয়েছিল। শেষপাতে ছিল নকুরের মিষ্টি, সন্দেশ ও চমচম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক, জয়া আহসান, রাইমা সেন, ঋতাভরী চক্রবর্তী, অনুষা বিশ্বনাথন, ইশা সাহা, পার্ণো মিত্রসহ টলিপাড়ার শীর্ষ তারকারা। এছাড়া ছিলেন প্রযোজক ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং, রানা সরকার, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শতরূপ ঘোষ।
সম্প্রতি ফেডারেশনের সঙ্গে মতবিরোধে আলোচনার মুখে থাকা পরমব্রত চট্টোপাধ্যায়ও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অতীত বিতর্কের কিছুটা মলমের ছাপ ফেলেছেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জুন মালিয়ার সঙ্গে সঞ্চালনায় ছিলেন এবং এক ভিডিও বার্তায় জানান, ফেডারেশনের বিরুদ্ধে তাঁর আইনি সিদ্ধান্ত ছিল হঠকারী কিন্তু প্রয়োজনীয়।
এমকে/এসএন