মানুষের শান্তিই সবচেয়ে বড় প্রার্থনা হওয়া উচিত এমন বার্তা দিলেন অভিনেতা দেব। ধর্ম কিংবা পরিচয়ের বিভাজন নয়, মানবিকতার জয়ই সমাজকে এগিয়ে নেয় বলে মনে করেন তিনি। দেব বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে। সে হিন্দু হোক কিংবা মুসলমান, খ্রিস্টান হোক বা অন্য যে কোনো বিশ্বাসের অনুসারী—শান্তির আকাঙ্ক্ষা সবারই এক। তাঁর মতে, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু শান্তি সবার সামষ্টিক প্রয়োজন।
এবি/টিকে