পুরুষ মানেই রোজগার করবে কিংবা নারী মানেই সংসারের দায়িত্ব নেবে—এই চিরাচরিত ধারণার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি বলেন, এমন প্রত্যাশা পুরুষ ও নারীর ওপরই বাড়তি চাপ তৈরি করে। তাঁর মতে, প্রয়োজনে ভূমিকা বদলালেই বা সমস্যা কোথায়? সমাজে দায়িত্ব ভাগাভাগি হলে জীবন আরও সহজ ও মানবিক হয়।
এবি/টিকে