যুক্তরাষ্ট্রের ক্রিকেটে চলমান অচলাবস্থার কারণে দেশের ক্রিকেটারদের ওপর প্রভাব যেন না পড়ে, সেজন্য যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে আইসিসি। গত সেপ্টেম্বরে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির সদস্যপদ সংশ্লিষ্ট নীতিমালার গুরুতর লংঘনের অভিযোগে এই শাস্তি পায় তারা। তারপরই দেউলিয়া ঘোষণার জন্য যুক্তরাষ্ট্র আবেদন জানায়।
এই অচলাবস্থার কারণে আর্থিক সহায়তা দিয়ে জাতীয় দলের খেলোয়াড়দের দেখভালের দায়িত্ব নিয়েছে আইসিসি।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেটের নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাষ্ট্রের হাই পারফরম্যান্স প্রোগ্রামের সব দিক পরিচালনায় প্রয়োজনে অর্থায়ন করতে আইসিসি প্রস্তুত। এর মধ্যে যুক্তরাষ্ট্র দলের হয়ে খেলার জন্য নির্বাচিত ও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন পরিশোধের বিষয়টিও থাকবে।’
আগামী জানুয়ারি থেকে জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার কথা যুক্তরাষ্ট্রের। ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসেও যুক্তরাষ্ট্র খেলবে।
আইসিসি আরও জানায়, দেউলিয়া ঘোষণার পর খেলোয়াড় ও হাই পারফরম্যান্স স্টাফদের বেতন পরিশোধে তারা যুক্তরাষ্ট্র ক্রিকেটকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তারা বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র ক্রিকেট সেই প্রস্তাব গ্রহণ করেনি। ফলে আইসিসি এখন চাইছে, যুক্তরাষ্ট্র ক্রিকেটের পক্ষ থেকে তারা সরাসরি খেলোয়াড়দের অর্থ পরিশোধ করতে পারে কি না।’
আইসিসি আরও নিশ্চিত করতে চাইছে, যুক্তরাষ্ট্র ক্রিকেটের অচলাবস্থা যেন কোনোভাবেই লস অ্যাঞ্জেলস অলিম্পিকে তাদের অংশগ্রহণে বাধা না হয়ে দাঁড়ায়। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের প্রতিই আমাদের সর্বোচ্চ দায়িত্ব। ইউএসএ ক্রিকেটের দেউলিয়া প্রক্রিয়া তাদের আইসিসি ইভেন্ট বা লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়াবে না। আইসিসি হাই পারফরম্যান্স প্রোগ্রাম পরিচালনা ও অর্থায়নে সম্পূর্ণ প্রস্তুত এবং জাতীয় দলের সব খেলোয়াড়রা যেন তাদের প্রাপ্য সমর্থন পায় সেটা নিশ্চিত করতে চাই।’
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলছে প্রশাসনিক সংকট। এর সমাধানে আইসিসির নরমালাইজেশন কমিটি কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) সহ দেশটির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলোর অনুমোদন দেওয়ার ব্যাপারে তদারকি করবে আইসিসি।
টিজে/টিকে