এনসিপির নেতা গুলিবিদ্ধ মামলা ডিবিতে, যুবশক্তি নেত্রী কারাগারে

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতা মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়। এ ছাড়া এ মামলায় গ্রেপ্তার যুব শক্তির নেত্রী তনিমা তন্বীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তন্বী নিজেকে দেড় মাসের অন্তঃসত্তা বলে দাবি করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট- ১ এর বিচারক মো. আসাদুর জামানের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে পুলিশ তাকে আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে।

মামলাটির তদন্তে জড়িত একাধিক পুলিশ কর্মকর্তা জানান, শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার পর কথা বললেও চিকিৎসাধীন অবস্থায় এখন পুলিশকে এড়িয়ে যাচ্ছেন। েতিনি খুব অসুস্থ, কথা বলতে পারছেন না- এমন অবস্থা দেখাচ্ছেন।

তবে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন ওই বাসায় ও আশপাশে মোতালেব শিকদার, তানিয়া তন্বী এবং তার স্বামী তানভীর শেখসহ ১০ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একটি শীর্ষ সন্ত্রাসী সংগঠনের কয়েকজন সদস্যও উপস্থিত ছিল। মাদক ও চাঁদাবাজির ভাগ-বাটোয়ারার বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে।

মোতালেব শিকদার, তানিয়া তন্বী এবং তার স্বামী তানভীর শেখ নিয়মিত মাদক সেবন করতেন। মোতালেব শিকদারের ব্যাপারেও আলাদাভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
 
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ জানান, মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ ঘটনায় তনিমা তন্বীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার আর কেউ আটক বা গ্রেপ্তার নেই।

খুলনা মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহামম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুষ্ঠু তদন্তের জন্য মোতালেব শিকদার হত্যাচেষ্টা মামলাটি গোয়েন্দা পুলিশে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে অনেক তথ্য উঠে এসেছে। পুলিশ সেসব তথ্য যাচাই-বাছাই করছে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া তন্বী নিজেকে দেড় মাসের অন্তঃসত্তা বলে দাবি করেছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি।

এর আগে গত ২২ ডিসেম্বর সকালে নগরীর ১০৯ মজিদ সরণির আল আসকা মসজিদ গলির ‘মুক্তাহাউজ’ নামে একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। পুলিশ সেখান থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করে। পরদিন দুপুরে আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আটক তনিমা ওরফে তন্বীর নামাল্লেখসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের নামে সোনাডাঙা মডেল থানায় এ মামলা করেন। 

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সিলেটে থামবে তারেক রহমানকে বহনকারী বিমান, এরপর আসবে ঢাকা Dec 24, 2025
img
ঢালিউডের মেগাস্টারদের দাপট ও নতুন প্রজন্মের উত্থান Dec 24, 2025
img
ওসমান হাদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন নিলুফার মনি Dec 24, 2025
img
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান Dec 24, 2025
img
বিয়ের আগে শেষবার ‘ব্যাচেলর হানিমুনে’ রাশমিকা- বিজয়! Dec 24, 2025
img
নাহিদ মুস্তাফিজের প্রশংসায় খুশদিল Dec 24, 2025
img
নাক ও ঠোঁটের গড়ন নিয়ে কটাক্ষ, ভেঙে পড়েছিলেন মাধুরী! Dec 24, 2025
img
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধান উপদেষ্টা Dec 24, 2025
img
পাপারাজ্জিদের বিতর্কে জয়া বচ্চনের বিরুদ্ধে মুখ খুললেন বিকাশ পাঠক Dec 24, 2025
img
‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলে ‘রাজু রাস্তোগি’র চরিত্রে থাকছেন না শারমান জোশি Dec 24, 2025
img
নিজ বাড়ির সামনে ছাত্রদল নেতাকে হত্যা Dec 24, 2025
img
মধুর ক্যান্টিনে ভাঙচুর, গ্রেপ্তার ১ Dec 24, 2025
img
হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত সিয়ামকে দিতে হয়েছে: জামায়াত আমির Dec 24, 2025
img
বাংলাদেশ প্রসঙ্গে শুভশ্রীর শান্তির বার্তা Dec 24, 2025
img
ইতিহাস গড়লো স্বর্ণের দাম, রুপা-প্ল্যাটিনামেও ঊর্ধ্বগতি Dec 24, 2025
img
মনোনয়ন না দিলে স্বতন্ত্র নির্বাচন করবো, আগেই হাইকমান্ডকে জানিয়েছি: রুমিন Dec 24, 2025
img
ধুরন্ধরের সাফল্যের আড়ালে আদিত্য ধরের নীরব লড়াই Dec 24, 2025
img
সাইফের সঙ্গে কারিশমার ছবি শেয়ার করে মশকরায় মাতলেন কারিনা! Dec 24, 2025
img
খেজুর গাছের মধ্যেই ধানের শীষ খুঁজে নিতে হবে: মনির হোসাইন কাসেমী Dec 24, 2025
img
বড়দিন উপলক্ষে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ! Dec 24, 2025