বলিউডের প্রাক্তন দম্পতি মলাইকা অরোরা এবং আরবাজ় খানের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে আরবাজ়ের নতুন বিয়ের ভিডিয়ো।
২৪ ডিসেম্বর আরবাজ়ের সুরা খানের সঙ্গে বিয়ের দুই বছর পূর্ণ হলো। এই আনন্দঘন দিনটি উদযাপন করতে আরবাজ় নাচের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি ‘তেরে লিয়ে ম্যায়নে পহেলিওয়ালি ছোড়দি’ গানের তালে নাচছেন, যা বাংলা অর্থে দাঁড়ায় “তোর জন্য তো প্রথমজনকে ছেড়ে দিলাম।” নাচের সময় তিনি আঙুল দিয়ে সুরার দিকে দেখাচ্ছেন, আর সুরা পেছনে হেসে উপভোগ করছেন।
নেটাগরিকরা এই ভিডিও দেখে মন্তব্য করেছেন, “এরা দু’জনে মিলে কাউকে খোঁচা দিচ্ছেন মনে হচ্ছে,” আবার কেউ লিখেছেন, “মলাইকাকে ছেড়ে অবশেষে ভাল আছেন আরবাজ়।” মনে করা হচ্ছে, ভিডিওতে হালকা ব্যঙ্গাভঙ্গিতে প্রাক্তন স্ত্রী মলাইকা অরোরাকে উদ্দেশ্য করে এই খোঁচা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আরবাজ় ও সুরার সম্পর্কের সূত্রপাত হয়েছিল রবীনা টন্ডনের মাধ্যমে, এবং বিয়ের পর দু’জনে একসঙ্গে আনন্দের মুহূর্ত উপভোগ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটপাড়ায় তা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
এমকে/টিএ