মিষ্টি হাসি, সরল অভিব্যক্তি আর পর্দাজুড়ে প্রেমময় উপস্থিতি এই পরিচিত রাশমিকা মন্দানাকে যেন সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে নতুন ছবি ‘মাইসা’। এখানে তিনি আর জাতীয় ক্রাশ নন, বরং রক্তে ভেজা, ক্রোধে উন্মত্ত এক যোদ্ধা। চোখে গাঢ় কাজল, মুখে যুদ্ধের রং আর শরীরী ভাষায় বুনো আগ্রাসন এই রাশমিকা আগে কখনও দেখা যায়নি।
‘মাইসা’-র প্রকাশিত ঝলকে স্পষ্ট, এই চরিত্রে তিনি নিজের সব কোমলতা ঝেড়ে ফেলে ঢুকে পড়েছেন ভয়ংকর এক রূপে। প্রতিটি দৃশ্যে তার চোখের দৃষ্টি, ক্ষিপ্রতা আর অদম্য শক্তি দর্শককে অস্বস্তির মধ্যেও টেনে নেয়। এই রূপ শুধু চমক দেওয়ার জন্য নয়, বরং তার অভিনয় জীবনের সবচেয়ে সাহসী অধ্যায় বলেই মনে করছেন সিনেমা অনুরাগীরা।
ভারতের শীর্ষ নায়িকা হিসেবে পরিচিত রাশমিকা এখানে নিজেকেই নতুন করে গড়ে তুলেছেন। ‘মাইসা’ যেন শুধু একটি সিনেমা নয়, বরং তার ইমেজে এক বিস্ফোরণ। এই চরিত্রে তিনি প্রমাণ করেছেন, প্রয়োজনে নিজেকে ভেঙে আবার নতুন রূপে জন্ম নিতে জানেন তিনি। দর্শকরাও এই রুদ্র অবতারে রাশমিকাকে গ্রহণ করতে প্রস্তুত।
এমকে/টিএ