ছয় মৌসুমের জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’ এ কিলিয়ান মারফির দুর্দান্ত অভিনয় প্রশংসিত হয়েছিল বিশ্বব্যাপী। এবার তিনি ফিরছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান’ নিয়ে।

জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’র আবহে নির্মিত এই সিনেমার প্রথম ট্রেলারটি প্রকাশ করা হয়েছে বড়দিনের আগের রাতে। বুধবার (২৪ ডিসেম্বর) ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান’র ১ মিনিট ১১ সেকেন্ডের রহস্যে ঘেরা অ্যাকশন ট্রেলারটি প্রকাশিত হয়।
কিলিয়ান মারফির ‘টমি শেলবি’ চরিত্র
ট্রেলারে কিলিয়ান মারফির ‘টমি শেলবি’ চরিত্রকে দেখা যায় কখনো বনভূমিতে, কখনো কবরস্থানে, কখনো নিজের বাড়িতে হাঁটছেন। পেছন থেকে এক কণ্ঠ জানতে চায়, ‘টমি শেলবির কী হয়েছিল?’
ট্রেলারের শুরুতে দেখা যায়, রহস্যময় ভঙ্গিতে বেজে ওঠে ফোনের রিংটোন যার সাথে দৃশ্যগুলো দ্রুত বদলে যায়। কোথাও রক্তাক্ত সহিংসতা, বিস্ফোরণ, কোথাও নাৎসি বাহিনীর উপস্থিতির ইঙ্গিত সব মিলিয়ে এক রহস্যময় উত্তেজনা। এরই মধ্যে শেলবি বলে ওঠে, ‘আমি আর সেই মানুষটা নেই।
‘ক্রিসমাস ডে’র আগের দিন প্রকাশিত হয় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান’। পাল্টা জবাবে শোনা যায় ‘তোমাকে ফিরতেই হবে।’
ছবিটির গল্প ১৯৪০ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মিংহামকে ঘিরে তৈরি হয়েছে। সিরিজের ষষ্ঠ মৌসুমের শেষে স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন টমি, সেখান থেকে এবার তাকে ফিরতে হচ্ছে নিজের পরিবার আর দেশের টানে। নির্মম অথচ প্রভাবশালী এই গ্যাং নেতাকে এবার জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। তিনি কি উত্তরাধিকার রক্ষা করবেন নাকি সব পুড়িয়ে দেবেন।
নেটফ্লিক্সের টুডামকে দেয়া এক সাক্ষাৎকারে মারফি বলেন, ‘মনে হলো টমি শেলবি এখনো আমাকে ছাড়েনি। এই চলচ্চিত্রটি ভক্তদের জন্য।’
ছবিটি পরিচালনা করছেন টম হার্পার। অভিনয়ে থাকছেন কিলিয়ান মারফি, ব্যারি কিওঘান, রেবেকা ফার্গুসন, টিম রথ, সোফি রান্ডেল, নেড ডেনেহি, প্যাকি লি, ইয়ান পেক, জে লাইকারগো ও স্টিফেন গ্রাহাম।
নেটফ্লিক্স জানায় সিনেমাটি প্রথমে দুই সপ্তাহের জন্য থিয়েটারে মুক্তি পাবে আগামী বছরের ৬ মার্চ। এরপর ২০ মার্চ থেকে শুরু হবে স্ট্রিমিংয়ে প্রদর্শন।
এসকে/এসএন