মুঘল সম্রাট শাহজাহানের আমলে প্রেমের নিদর্শনস্বরূপ নির্মিত তাজমহল নিয়ে ভারতীয় মন্ত্রীর বিতর্কিত মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। দেশটির মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী ও বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের দাবি, ‘তাজমহল একটি মন্দির ছিল, যেটিকে পরে মুঘল সম্রাট শাহজাহান সমাধিতে রূপান্তরিত করেন।’
সম্প্রতি মধ্যপ্রদেশের সাগর জেলার বিনা শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ৬৯ বছর বয়সী বিজেপির এই নেতা এমন মন্তব্য করেন। খবর এনডিটিভি
প্রতিবেদনে বলা হয়, ‘বিজয়বর্গীয় বলেন, মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাধিস্থ করা হয়েছিল এবং পরে যেখানে একটি মন্দির নির্মাণ হচ্ছিল, সেখানে তার দেহ স্থানান্তর করা হয়। এরপরই সেখানে তাজমহল নির্মিত হয়।’
মন্ত্রীর এমন বক্তব্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতজুড়ে। বক্তব্যের ভিডিও ক্লিপ দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিতর্কের সৃষ্টি করে।
এনডিটিভির খবরে বলা হয়, সামাজিকমাধ্যমে বিজয়বর্গীয়র সমর্থকরা তার মন্তব্যকে ‘ঐতিহাসিক ব্যাখ্যা’র সঙ্গে যুক্ত করে দেখালেও সমালোচকরা একে উসকানিমূলক ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেন।
একই অনুষ্ঠানে বিজয়বর্গীয় বিহারের মানুষদের নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিহারের মানুষের জন্য বিনয়ী হওয়া বাধ্যতামূলক নয়, তবে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন বিনয়ের সঙ্গে এগিয়ে গেছেন।’
এই মন্তব্যটিও অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ একে হালকা রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখলেও অনেকেই এটিকে আপত্তিকর বলছেন।
কংগ্রেস বিজয়বর্গীয়র মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, বিজেপি মন্ত্রীরা ‘সীমা অতিক্রম করছেন’ এবং জনপরিসরে বিভ্রান্তি তৈরি করছেন। তার মতে, যেসব নেতাকে উপযুক্ত ভূমিকা দেওয়া হচ্ছে না, তাদের হতাশার প্রতিফলন এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, যাতে তারা আলোচনায় থাকতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়, তাজমহলের উৎপত্তি নিয়ে এই ধরনের দাবি এই প্রথম নয়। তবে বিশ্লেষকদের মতে, যখন কোনো দায়িত্বরত মন্ত্রী এমন মন্তব্য করেন, তখন তা অনেক বেশি রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব পায়।
এমআর/টিকে