ঢাকায় বেড়েছে শীতের প্রকোপ। ফলে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানীর আকাশ। বিপদ এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে ঢকার পাঁচটি ফ্লাইট।
এছাড়াও ঢাকা থেকে বাংলাদেশের অন্যান্য শহরের বিমানবন্দরেও পাঠানো হয় বেশ কিছু বিমান।
বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সূত্রে পাওয়া খবরে বলা হয়, শুধু কুয়াশাজনিত সমস্যা নয় এর সঙ্গে আছে তীব্র পরিবেশ দূষণ। বাতাসে ধূলিকণা এবং কুয়াশাজনিত সমস্যার কারণে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছে।
দৃশ্যমানতা কমে যাওয়ায় ঢাকায় যেসব বিমান নামতে পারেনি তার মধ্যে আছে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের দুটি করে বিমান। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে।
এ ছাড়াও কুয়াশার কারণে দুই থেকে চার ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী একটি বিমান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর এবং চীনের গুয়াংজু থেকে আসা দুটি ফ্লাইট।
তবে কলকাতায় অপেক্ষারত পাঁচটি বিমান আগামীকাল সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা স্বাভাবিক হলে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এই ৫ বিমানে প্রায় সাড়ে তিনশোর বেশি বিমানযাত্রী রয়েছেন।
বিমানে অপেক্ষারত যাত্রীদের জরুরী মেডিকেল পরিষেবার ব্যবস্থা করছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া।
এসকে/টিকে