নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সঙ্গে আক্রমণাত্বক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। তাদের দুজনের এমন ব্যাটিংয়ে সিলেট টাইটান্সের ১৯১ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স। দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করা ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের বোনাস দিয়েছেন রাজশাহীর মালিকপক্ষ।
৬০ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে জয়ের নায়ক হওয়া শান্ত এক লাখ টাকা বোনাস পেয়েছেন। তাকে সঙ্গ দেয়া মুশফিককে দেয়া হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বোনাস দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
টিজে/টিএ