আকাশপথে ভ্রমণের সময় নামাজ আদায় আরও সহজ করতে যাত্রীদের জন্য নতুন পকেট নামাজের মাদুর চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। আগের সংস্করণের তুলনায় এটি কিছুটা মোটা ও আরামদায়ক হলেও বহনে সহজ।
এমিরেটস জানিয়েছে, তাদের বহরের সব ফ্লাইটেই এই পকেট নামাজের মাদুর পাওয়া যাবে। যাত্রীরা চাইলে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুদের কাছে সরাসরি অনুরোধ করলেই মাদুরটি সরবরাহ করা হবে।
এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়, নতুন মাদুরটি দীর্ঘ যাত্রার ফ্লাইটে বিশেষভাবে উপকারী হবে। দীর্ঘপথের ভ্রমণে অনেক সময় নামাজের সময় পড়ে যাওয়ায় যাত্রীদের জন্য আরামদায়ক ও ব্যবহারযোগ্য এই মাদুর কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।
এমিরেটসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস কিংবা ইকোনমি সব শ্রেণির যাত্রীই এই সুবিধা পাবেন। ভ্রমণের যে কোনো পর্যায়ে কেবিন ক্রুদের সঙ্গে কথা বললেই নামাজের মাদুর চাওয়া যাবে।
ইসলামিক ইনফরমেশন নামের একটি প্ল্যাটফর্মকে দেওয়া তথ্যে এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, আগের তুলনায় নতুন এই পকেট নামাজের মাদুর আরও টেকসই এবং ব্যবহারেও বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ।
ধর্মীয় চাহিদা ও যাত্রীসেবাকে গুরুত্ব দিয়ে এমিরেটসের এই উদ্যোগ আকাশপথে ভ্রমণকারী মুসলিম যাত্রীদের জন্য বাড়তি স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
এমকে/টিএ