সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী কাজল। তিনি লিখেছেন, “নিজে মা হওয়ার পর বুঝতে পেরেছি, আমার মা আমার জন্য কতটা নিঃশব্দে সবকিছু দিয়ে গেছেন।” এই সরল কিন্তু গভীর কথাগুলো তার ভক্ত ও অনুসারীদের মধ্যে বিশেষ প্রভাব ফেলেছে।
কাজল প্রকাশ করেছেন, মা হওয়ার পর নিজের জীবনের নতুন দিক দেখতে পেয়েছেন। তার জন্য মা শুধু পরিবার নয়, বরং জীবনের নীরব সহযাত্রী, যিনি সবসময় নিজের সন্তানের জন্য ত্যাগ ও ভালোবাসা দেন। নিজের মা এবং নিজের সন্তানদের সঙ্গে এই নতুন সংযোগের উপলব্ধি তাকে আরও মানবিক ও সংবেদনশীল করে তুলেছে।
ফ্যানদের মতে, কাজলের এই পোস্ট শুধুই ব্যক্তিগত অনুভূতি নয়, এটি অনেকের জীবনের সঙ্গে সম্পর্কিত এবং মাতৃত্বের মহত্ত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।
আরপি/টিএ