বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল অধ্যায়ের অবসান হলো। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বার্দো ছিলেন গ্ল্যামার ও সাহসিকতার এক অনন্য প্রতীক। তবে অবাক করা বিষয় হলো, যখন তার ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই রূপালী পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই ফরাসি সুন্দরী।
সেই সময় তার এই সিদ্ধান্ত ভক্তদের চমকে দিলেও বার্দো ছিলেন অটল। অভিনয় ছাড়ার সময় এক কালজয়ী উক্তিতে তিনি বলেছিলেন, ‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’
সিনেমার আলোকছটা ছেড়ে তিনি নিজেকে সঁপে দেন অবলা প্রাণীদের সেবায়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’। বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা এবং তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জীবনের বাকিটা সময় উৎসর্গ করেছিলেন তিনি।
তার প্রয়াণে ফরাসি চলচ্চিত্র যেমন একজন অভিভাবক হারাল, তেমনি বিশ্ব হারাল প্রাণ প্রকৃতির এক অকৃত্রিম বন্ধুকে। বর্ণাঢ্য এই অভিনেত্রীর জীবন পর্দার গ্ল্যামার ছাড়িয়ে হয়ে উঠেছিল সেবার এক অনন্য উদাহরণ।
আরপি/টিএ