অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া পরিচালক কিরণ রাওকে ঘিরে আপাতত উদ্বেগ আর কৌতূহল দুটোই ছড়িয়েছে বিনোদন মহলে। নতুন বছর আসার আগে শরীরের দিকে মন দেওয়া জরুরি বুঝেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে আমির খানের প্রাক্তন স্ত্রীকে। তবে সেই অভিজ্ঞতার কথাই নিজে ভাগ করে নিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন কিরণ।
হাসপাতাল থেকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। একটি ছবিতে দেখা যায়, কিরণের হাতে বাঁধা হাসপাতালের পরিচয়পত্র। সেখানেই লেখা তাঁর নাম কিরণ আমির রাও খান। সেই নামই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিবাহবিচ্ছেদের বহু বছর পরেও কেন তিনি নিজের নামের সঙ্গে প্রাক্তন স্বামীর নাম ব্যবহার করছেন, সেই প্রশ্ন ঘুরছে নেটদুনিয়ায়। যদিও এই বিষয়ে কিরণ নিজে কোনও মন্তব্য করেননি।
ছবিগুলোর আরেকটিতে দেখা যায়, ওষুধের অ্যালার্জির কারণে কিরণের ঠোঁট ফুলে গিয়েছে। সেই পরিস্থিতিকেও হালকা রসিকতায় উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, বন্ধুরা বিষয়টি নিয়ে হাসাহাসি করলেও এখন সব স্বাভাবিক। শেষ ছবিতে হাসপাতালের খাবার খেতে দেখা যায় পরিচালককে।
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে কিরণ লেখেন, ২০২৬-কে উদযাপন করার প্রস্তুতির মাঝেই তাঁর অ্যাপেন্ডিক্স যেন তাকে থামতে বলেছে। অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার অভিজ্ঞতায় তিনি আধুনিক চিকিৎসাব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কিরণ। ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন তিনি।
পোস্টে কিরণ জানান, ২০২৫ সাল ভালভাবেই কেটেছে তাঁর। আশা করছেন, নতুন বছরও তেমনই সহানুভূতিশীল হবে। তাঁর এই বার্তার পর স্বস্তি পেয়েছেন অনুরাগীরা। কিরণের আরোগ্য কামনা করেছেন আমির খান ও রিনা দত্তের কন্যা আইরা খান। পাশাপাশি অদিতি রাও হায়দারি ও তিলোত্তমা সোমের মতো তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন।
তবে সবকিছুর মধ্যেও আলোচনার কেন্দ্রে থেকে গেছে একটি বিষয় হাসপাতালের পরিচয়পত্রে এখনও কেন আমির খানের নাম বহাল। ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি আইনি বা নথিভুক্ত জটিলতা এই প্রশ্নের উত্তর আপাতত অজানাই। কিরণ সুস্থ হয়ে উঠলেও, তাঁর নামের সঙ্গে জড়িয়ে থাকা এই পরিচয় নতুন করে কৌতূহল বাড়িয়েছে বিনোদন দুনিয়ায়।
আরপি/টিএ