মাঠের ইনিংসটা দারুণ খেলছেন ইমাদ ওয়াসিম। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতেন তিনি। তবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৬ রান খরচ করে ৩ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনারের দাম্পত্য জীবনের ইনিংস অনেক দিন ধরেই ভালো চলছিল না।
জীবনের টানাপড়েনের সেই ইনিংসটা তাই আর লম্বা করলেন না ইমাদ। ঢাকাতে থাকা অবস্থাতেই সামাজিক মাধ্যমে আজ এক পোস্ট দিয়ে জানিয়েছেন, সানিয়া আশফাকের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের কথা। এক্সে শেয়ার করা এক স্ক্রিনশটে ৩৭ বছর বয়সী সাবেক পাকিস্তানি অলরাউন্ডার লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর, গত কয়েক বছর ধরে চলে আসা দ্বন্দ্বের সমাধান খুঁজে না পেয়ে বিচ্ছেদের আবেদন করেছি। আমি সকলের কাছে অনুরোধ করছি আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাবেন। সঙ্গে আমাদের পুরনো কাপল ছবি শেয়ারে বিরত থাকবেন। দয়া করে ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ করা থেকে বিরত থাকবেন।’
২০১৮ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে সানিয়ার সঙ্গে পরিচয় হয় ইমাদের। ফিরতি বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের ইনিংস শুরু করেন দুজনে।
তবে ব্রিটিশ বংশোদ্ভূত সানিয়ার সঙ্গে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের ইনিংস ৬ বছরের বেশি দীর্ঘ হলো না। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে। এক মেয়ে ও দুই ছেলের পিতা হয়েই সকল দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের হয়ে সীমিত সংস্করণে ১৩০ ম্যাচ খেলা ক্রিকেটার।
এসকে/এসএন