বলিউডের চির কুমার ও সাফল্যের প্রতীক সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। পরের বছর ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার মাধ্যমে প্রথম বড় সাফল্য পেয়ে সালমান আর পিছনে ফিরে তাকাননি। তিন দশক ধরে ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘করণ-অর্জুন’, ‘দাবাং’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শককে।
বলিউডে তাঁর পারিশ্রমিক প্রতি ছবিতে ১০০ থেকে ১৫০ কোটি টাকা। এছাড়া ১৫ বছরেরও বেশি সময় ধরে ‘বিগ বস’ শো-ও সঞ্চালনা করে মোটা আয় করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের মাধ্যমে ফ্যাশন ও সমাজসেবাতেও সক্রিয়।
সালমানের সম্পত্তির পরিমাণ মোট ২৯০০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে বান্দ্রার সমুদ্রমুখী গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, পানভেলের বিলাসবহুল ফার্মহাউস, ওরলির কার্টার রোডের বাড়ি, এবং দুবাইয়ের একটি আবাসন। গাড়ি সংগ্রহেও সালমান পিছিয়ে নেই। রেঞ্জ রোভার, টয়োটা, ল্যান্ড ক্রুজার, অডি, বিএমডব্লু, মার্সিডিজের মতো দামি গাড়ি রয়েছে তাঁর সংগ্রহে। ৫০ তম জন্মদিনে নিজেকে উপহার হিসেবে একটি ইয়টও পেয়েছিলেন, যার মূল্য তিন কোটি টাকা।
বলিউডে তাঁর নাম শুধু অভিনয় দিয়ে নয়, ব্যক্তিত্ব, ব্যবসা ও ফ্যানবেসের কারণে চিরস্মরণীয়। সদ্য ৬০-এ পা দেওয়া ভাইজানের জীবন, পরিশ্রম, অর্জন ও সম্পদের এই গল্প বলছে, কেন তিনি আজও ভারতীয় বিনোদন জগতে এক অমলিন প্রতীক।
আরপি/টিএ