টলিউডের একসময়ের দাপুটে অভিনেত্রী, পরিচালক এবং দীর্ঘদিনের সফল রাজনীতিবিদ শতাব্দী রায়, যিনি তাঁর স্পষ্টবক্তা স্বভাবের জন্য পরিচিত, এবার মানসিক শান্তি ও ফোকাস ঠিক রাখার এক কঠোর মন্ত্র দিলেন। তিনি মনে করেন, অহেতুক সমালোচনা বা নেতিবাচক মানুষের কথায় কান দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয়।
শতাব্দী রায় বলেন, "জীবনে যাদের কোনও অবদান নেই, তাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের কাজ, নিজের জগৎ ছেড়ে, নেগেটিভ মানুষকে জায়গা দেওয়া ভুল।"
জীবনে উন্নতির পথে অনেকেই বাধা হয়ে দাঁড়ায় বা মনোবল ভাঙার চেষ্টা করে। শতাব্দীর মতে, যাদের আমাদের জীবনে কোনো ইতিবাচক ভূমিকা বা অবদান নেই, তাদের নিয়ে ভাবা বা তাদের কথায় প্রভাবিত হওয়া মানে নিজের সময়ের অপচয় করা। নিজের কাজ ও নিজের জগতকে ভালোবেসে, 'টক্সিক' বা নেতিবাচক মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলার এই পরামর্শ বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।
পিএ/টিএ