মালয়েশিয়া থেকে ফেরার পর চেন্নাই বিমানবন্দরে ভক্তদের প্রচণ্ড ভিড়ের মুখে পড়েন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। আর ভিড় সামলাতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে যান অভিনেতা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি সামাল দেন নিরাপত্তাকর্মীরা। ঘটনাটি ঘটেছে রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে।
তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর সভাপতি বিজয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘জননায়গান’ সিনেমার অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফেরেন। বিমানবন্দরের বহির্গমন পথে পৌঁছাতেই একঝলক দেখার আশায় বিপুলসংখ্যক ভক্ত তাকে ঘিরে ধরেন। ভিড় হঠাৎ বেড়ে যাওয়ায় গাড়ির কাছাকাছি পৌঁছে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। তবে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে তাকে উঠিয়ে দেন এবং দ্রুত গাড়িতে তুলে নেন। এই ঘটনায় বিজয় আহত হননি বলে জানা গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা চলছে। কিছু টেলিভিশন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানবন্দর এলাকায় বিজয়ের বহরের একটি গাড়ি সামান্য দুর্ঘটনার শিকার হয়েছিল। যদিও এ বিষয়ে এখনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে ‘জননায়গান’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে প্রায় এক লাখ দর্শকের উপস্থিতি ছিল। এ আয়োজনটি মালয়েশিয়ান বুক অব রেকর্ডসেও স্থান পেয়েছে। সেখানেই বিজয় আবারও ঘোষণা দেন, তিনি শিগগিরই সিনেমা থেকে সরে এসে পুরোপুরি জনসেবামূলক ও রাজনৈতিক জীবনে মনোযোগ দেবেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরআই/টিএ