সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরাদের স্বীকৃতি দেওয়ার মঞ্চে আলো কাড়লেন ফুটবলের মহাতারকারা। তাদের মাঝে শীর্ষ পুরস্কার গেল উসমান ডেম্বেলের হাতে। সব টুর্নামেন্ট মিলিয়ে গত মৌসুমে ৩৫ বার গোল করে দলকে তিনি এনে দিয়েছেন একাধিক শিরোপা। কিলিয়ান এমবাপ্পে, রাফিনহা এবং লামিনে ইয়ামালকে পেছনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন তিনি।
১৮ বছর বয়সী বার্সা তারকা লামিনে ইয়ামাল দুটি পুরস্কার পেয়েছেন। সেরা ফরোয়ার্ড হয়েছেন তিনি, পাশাপাশি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড জিতেছেন। পুরস্কার জিতেছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার রোনালদোও। বর্ষসেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন তিনি। ৯৫৬ গোলের মালিক দুবাইয়ের মঞ্চে ঘোষণা দিলেন এক হাজার গোলের মাইলফলকে ছোঁয়ার বাসনা।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই পুরস্কারটির জন্য প্রথমে মনোনীতদের একটি সেট থেকে জনসাধারণের ভোটে চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্যায়ে জনসাধারণের ভোট ও সাংবাদিক, এজেন্ট, কোচ এবং সাবেক খেলোয়াড়দের মতো ফুটবল পেশাদারদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
কে, কোন পুরস্কার পেলেন
বর্ষসেরা খেলোয়াড়: উসমান ডেম্বেলে
সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)
সেরা ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
মিডল ইস্ট সেরা খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর)
সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)
সেরা জাতীয় দল: পর্তুগাল
সেরা প্রেসিডেন্ট: নাসের আল খেলাইফি
আরআই/টিএ