বলিউডের 'শাহেনশাহ' এবং শতাব্দীসেরা অভিনেতা অমিতাভ বচ্চন, যাঁর ব্যারিটোন কণ্ঠ এবং ব্যক্তিত্ব কয়েক প্রজন্মকে মুগ্ধ করে রেখেছে, তিনি একাকিত্ব নিয়ে এক গভীর জীবনদর্শন তুলে ধরলেন। সাধারণত মানুষ একা থাকতে ভয় পায় বা একে দুর্বলতা মনে করে, কিন্তু বিগ বি-র মতে, এই নির্জনতাই আত্মোপলব্ধির চাবিকাঠি।
অমিতাভ বচ্চন বলেন, "একাকিত্বের মুহূর্তগুলোকে উপেক্ষা করবেন না। এতে নিজের সঙ্গে পরিচয় এবং নিজের শক্তি বোঝা যায়।"
কোলাহল আর ভিড়ের মাঝে আমরা প্রায়শই নিজেদের আসল সত্তাকে হারিয়ে ফেলি। অমিতাভ বচ্চনের মতে, যখন আমরা একা থাকি, তখনই একমাত্র নিজের মনের কথা শোনার এবং নিজের ভেতরের সুপ্ত শক্তিকে আবিষ্কার করার সুযোগ পাই। একাকিত্ব মানেই নিঃসঙ্গতা নয়, বরং এটি নিজের সাথে নিজের বন্ধুত্ব গড়ার এবং মানসিকভাবে শক্তিশালী হওয়ার এক সুবর্ণ সময়। ব্যস্ত জীবনে নিজেকে সময় দেওয়ার এই বার্তা মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি।
কেএন/টিকে