হোবার্ট হারিকেন্সের হয়ে আগের ম্যাচেই ৩ উইকেট নিয়ে পার্থ স্কর্চার্সকে ধসিয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন। এবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষেও ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তার এই ঘূর্ণিতেই আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারে রেনেগেডস।
এদিন মোহাম্মদ রিজওয়ানকে মাত্র ১৪ রানে ফেরান রিশাদ। এরপর তিনি উইকেট নিয়েছেন জেক ফ্রেজার ম্যাকগার্কের। টসে হেরে ব্যাট করতে নেমে রেনেগেডস ওপেনিং জুটিতে ৩৮ রান তোলে।