নওয়াজউদ্দীন সিদ্দীকীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব নাকচ করেছিলেন এলনাজ নরৌজি। জনপ্রিয় ধারাবাহিক সেক্রেড গেমসের দ্বিতীয় পর্বে কাজ করতে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েই একসময় আলোচনার কেন্দ্রে উঠে আসেন অভিনেত্রী। অনুরাগ কাশ্যপের পরিচালনায় তৈরি এই ধারাবাহিকে নওয়াজ ছিলেন মুখ্য চরিত্রে। প্রশংসাও কুড়িয়েছিলেন। তবু চিত্রনাট্যে থাকা একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি এলনাজ।
এলনাজের বক্তব্য স্পষ্ট। কেবল দেখানোর জন্য তিনি কোনও দৃশ্যে অংশ নেন না। তাঁর মতে, কোনও চুম্বন বা ঘনিষ্ঠ মুহূর্ত যদি গল্পকে এগিয়ে নিয়ে যায় এবং চরিত্রের প্রয়োজন হয়, তবেই তা যুক্তিসঙ্গত। অন্যথায় এমন দৃশ্য থাকার কারণ নেই। তিনি আগেই যাচাই করে নেন, দৃশ্যটি আদৌ গল্পের প্রয়োজনে জরুরি কি না।
এই সিদ্ধান্তের ফলে একসময় তাঁর কাজ হাতছাড়া হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে এলনাজ জানান, অনুরাগ কাশ্যপের সংবেদনশীলতা ও বোঝাপড়ার কারণেই শেষ পর্যন্ত সমাধান সম্ভব হয়। পরিচালক এলনাজ ও তাঁর সহকর্মীদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে পথ বের করেন। কোনও চাপ নয়, বরং যুক্তি আর পারস্পরিক সম্মানের মধ্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়।
এলনাজের বিশ্বাস, শক্তিশালী গল্প, সচেতন নির্মাতা ও দায়িত্বশীল প্রযোজনা থাকলে অনেক ধোঁয়াশাই দূর হয়ে যায়। তাই তিনি সবসময় প্রশ্ন তোলেন, আলোচনা চান এবং দলগত সিদ্ধান্তকে গুরুত্ব দেন। গড্ডলিকা প্রবাহে গা ভাসানো নয়, নিজের সীমা নিজেই ঠিক করে নেওয়াই তাঁর কাজের দর্শন।
এই অভিজ্ঞতার মধ্য দিয়ে এলনাজ নরৌজি বুঝিয়ে দিয়েছেন, জনপ্রিয়তা বা বড় নামের চাপেও নিজের অবস্থান থেকে সরে আসা জরুরি নয়। বরং পেশাদার পরিবেশে স্পষ্ট মতামতই একজন অভিনেত্রীর শক্তি হয়ে উঠতে পারে।
এমকে/টিএ