ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে দলীয় মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৪ জন। আর দুটি আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। কিন্তু জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি সহ দলগুলোতে আসনভিত্তিক একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার(২৯ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাংবাদিকদের আনুষ্ঠানিক ভাবে জানান, নড়াইলের দুইটি সংসদীয় আসনের মধ্যে ৯৩ নড়াইল-১ আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। তার মধ্যে ১৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। অন্যদিকে ৯৪ নড়াইল -২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে সকলেই নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুইটি আসনে মনোনয়ন দাখিল করেছেন মোট ২৪ জন প্রার্থী।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইল সদরের ৫টি ইউনিয়ন ও কালিয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন নড়াইল -১ আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. আব্দুর রহমান দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়াও আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কর্ণেল (অবসরপ্রাপ্ত) এস কে এম সাজ্জাদ হোসেন, বি. এম নগিব হোসেন, আসজাদুর রহমান, মো. সাকিব হোসেন, মাহফুজা বেগম, সুকেশ সাহা আনন্দ এস এম সাজ্জাদ হোসেন, গাজী খালিদ আশরাফ সাদী, মো. উজ্জ্বল মোল্যা, গাজী মাহবুয়াউর রহমান সহ মোট ৯ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এই আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী দুইজন সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে একজন কর্নেল (অবসরপ্রাপ্ত)এম কে এম সাজ্জাদ হোসেন। ২০১৮ সালে এই আসনে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছিল। আরেকজন শহীদ জিয়া পরিষদ নড়াইল জেলা কমিটির সদস্য বিএম নাগিব হোসেন। তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নড়াইল সদরের ৮ টি ইউনিয়ন, একটি পৌরসভা ও লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন নড়াইল -২। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক শরীকদল নেতা ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও সদ্য বিএনপিতে যোগদান করা এ জেড এম ফরিদুজ্জামান, জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান, গণঅধিকার পরিষদ(জিওপি) মো. নূর ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আ. হান্নান সরকার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়াও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদা ইয়াসমিন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম দুইজন মনোনয়ন জমা দিয়েছেন।
নড়াইল জেলার প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিবেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
ইউটি/টিএ