ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইন উপড়ে ফেলার প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ত্রিশালের আউলিয়ানগর থেকে গফরগাঁওয়ের মশাখালী পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেলপথে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগনালের কাছে রেলের পাত খুলে ফেললে ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। সালটিয়া মাঠখোলা এলাকায় ২০ ফুটের মতো রেললাইন উপড়ে ফেলা হয়। এ সময় যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ শেষ করে। পরে রাত সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এবি/টিকে