২০০৭ সালের আলোচিত ছবি আওয়ারাপানের জনপ্রিয় চরিত্র শিবম পণ্ডিত আবার ফিরতে চলেছেন। তবে এবার তিনি আরও অন্ধকার, আরও কঠোর এবং আরও ভাঙা এক মানুষ। রাজস্থানে চলমান আওয়ারাপান টু ছবির শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। কালো পোশাক, কাঁধ ছোঁয়া ঢেউ খেলানো লম্বা চুল, গাঢ় চশমা ও গলায় স্কার্ফে ইমরান হাশমির নতুন লুক দর্শকের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
ছবিটি পরিচালনা করছেন নীতিন কাক্কার। নির্মাতাদের দাবি, এই সিক্যুয়েলে শিবম পণ্ডিতের করুণ অতীতকে আরও গভীর ও বাস্তবভাবে তুলে ধরা হবে। গল্পে রয়েছে তীব্র আবেগ ও রুক্ষ বাস্তবতার ছাপ।
দিশা পাটানিকে দেখা যাবে সম্পূর্ণ গ্ল্যামারহীন এক চরিত্রে, যা তাঁর পরিচিত ভাবমূর্তি ভেঙে দেবে। সবচেয়ে বড় চমক হিসেবে খলনায়কের ভূমিকায় থাকছেন শাবানা আজমি, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজস্থান ও ব্যাংককের রুক্ষ প্রেক্ষাপটে ছবির শুটিং চলছে। সম্প্রতি শুটিং চলাকালীন ইমরান হাশমি চোট পেলেও দ্রুতই তিনি কাজে ফিরেছেন। আপাতত তাঁর আরোগ্যের কথা মাথায় রেখে আবেগঘন দৃশ্য ও ক্লোজ শটের কাজ চলছে। বিলাল সিদ্দিকির চিত্রনাট্য ও মন ছুঁয়ে যাওয়া সংগীতের মাধ্যমে আওয়ারাপান টু কেবল একটি সিক্যুয়েল নয়, বরং শক্তিশালী গল্প বলার এক নতুন প্রত্যাবর্তন হতে চলেছে।
ইউটি/টিএ