মাত্র ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসার সালমান মির্জা। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরে নজরকাড়া পারফরম্যান্সে টি-টোয়েন্টি ফরম্যাটে জায়গা পাকা করেছেন তিনি। আছেন পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনাতেও।
এই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে এসে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে একটি ম্যাচও খেলেছেন সালমান। বাংলাদেশে এসে খাবার, সংস্কৃতি ও দর্শকদের উন্মাদনা উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি। সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় সালমান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সংস্কৃতিতে অনেক মিল আছে, তাই এখানে নিজেকে বেশ স্বাচ্ছন্দ্যেই মনে হচ্ছে।
বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে সালমান জানান, তিনি বড় কোনো পরিকল্পনায় বিশ্বাসী নন, বরং সামনে থাকা সিরিজে ভালো করার দিকেই মনোযোগ দিতে চান। পাকিস্তানের পেস আক্রমণে শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে খেলাকে চাপ নয়, বরং শেখার সুযোগ হিসেবেই দেখছেন এই তরুণ।
বাংলাদেশ দলের প্রসঙ্গে সালমান বলেন, স্পিন সহায়ক কন্ডিশনে বাংলাদেশ ভয়ংকর দল এবং আসন্ন বিশ্বকাপে তারা ভালো করবে বলেই তার বিশ্বাস।
এসএস/টিকে