ভাগ্যের ছোঁয়ায় বছরের শেষ ম্যাচেও গোলের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ঘুরে দাঁড়িয়ে জয়ের আশা জাগালেও পারল না তার দল আল নাস্র। থেমে গেল তাদের রেকর্ড জয়যাত্রা।
সৌদি প্রো লিগে মঙ্গলবার আল ইত্তিফাকের মাঠে ২-২ ড্র করে আল নাস্র। সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচের সবকটি জয়ের কীর্তি গড়ার পরের ম্যাচেই পয়েন্ট হারাল তারা।
ষোড়শ মিনিটে ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডামের গোলে পিছিয়ে পড়ে আল নাস্র। ৪৭তম মিনিটে তাদের সমতায় ফেরান ছন্দে থাকা জোয়াও ফেলিক্স।
৬৭তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। যদিও এই গোলের কৃতিত্ব ফেলিক্সের। বক্সে হেডের চেষ্টায় মাটিতে পড়ে যান রোনালদো। এরপর উঠে দাঁড়ান তিনি। জটলার ভেতর থেকে ফেলিক্সের শট রোনালদোর পিঠে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৫৭টি। এই বছরে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচে ৪১ গোল করলেন ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা।
১১ ম্যাচে ১৩ গোল করে ফেলিক্সের সঙ্গে যৌথভাবে এবারের সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও রোনালদো। গত শনিবার লিগে আল ওখদুদের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলে সমতা টানেন ভেইনালডাম। শেষ দিকে সুযোগ পেলেও হেড লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো।
১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাস্র। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল তাওউন।
এমআর/টিএ