গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী সামান্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বকচর এলাকায় হিমাদ্রি লিমিটেড সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী নারীর নাম রূপিয়া বেগম (৫৫)।
তিনি বকচর খাঁপাড়া গ্রামের বাসিন্দা সাদেক খানের স্ত্রী। স্থানীয়রা জানান, রূপিয়া বেগম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রূপিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
এদিকে মোটরসাইকেলে থাকা দম্পতির পরিচয় পওয়া যায়নি। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
এবি/টিকে